সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে চাঁদা দাবি, ৫ প্রতারক কারাগারে

ম্যাজিস্ট্রেটের কাছে চাঁদা দাবি

নিউজ ডেস্ক : গাজীপুরে সাংবাদিক পরিচয় দিয়ে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এসে আর্থিক সুবিধা দাবী (ম্যাজিস্ট্রেটের কাছে চাঁদা দাবি) করেন ৫ ব্যক্তি। তাতে রাজী না হলে ‌‘দূর থেকে এসেছেন’ তাই গাড়ির তেল খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবী করেন এই চক্রটি। মঙ্গলবার (১৩ জুন) বিকালে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি সন্দেহ হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় মূলধারার গণমাধ্যম কর্মী এবং পরিচয় দেওয়া হাউজগুলোর সঙ্গে যোগাযোগ করেন। তাতেই প্রতারণার প্রমাণ মিলে যায় হাতেনাতে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন নেত্রকোনা জেলা সদর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৫৪)। তিনি নিজেকে বিটিভির খোঁজ খবর অনুষ্ঠান ও সাপ্তাহিক এশিয়া বার্তার সাব-এডিটরের পরিচয় দেন। গাজীপুর মেট্রোপলিটন পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক দেওয়ান (২৪)। তিনি নিজেকে দৈনিক আজকের আলোকিত সকালের ক্রাইম রিপোর্টারের পরিচয় দেন। একই পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি পরিচয় দেন টঙ্গী আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে নাজমুল ইসলাম সেলিম সরকার (৩৪) ও টঙ্গী এরশাদনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান (২৪)। এ ছাড়াও একই পত্রিকার রিপোর্টার পরিচয় দেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯)।

 

 

জানা গেছে, সাদা রঙের নোহা (ঢাকা মেট্রো গ-১৪-৬৮৫২) মাইক্রোবাস গাড়ীতে বিভিন্ন মিডিয়া হাউজের স্টিকার, ভিজিটিং কার্ড, বুম নিয়ে ওই গাড়িতে চেপে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যায়। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করেন। সেখানে গিয়ে তারা আর্থিক সুবিধা দাবী করেন।

 

প্রতারক ৫ সাংবাদিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, যারা মিডিয়া হাউজের নাম ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা (ম্যাজিস্ট্রেটের কাছে চাঁদা দাবি) ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Related Post:
দেশে তিন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৩শ’ ৯০ কোটি টাকার দুর্নীতিঃ টিআইবি