নিউজ ডেস্ক : প্রথমে ধর্ষণ তারপর সেই ভিডিও দেখিয়ে দিনের পর দিন নির্যাতন। বগুড়ায় এক স্কুল ছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ তাদের বাড়িতেই ভাড়া থাকা এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারের পর তার মোবাইল থেকে সেসব ভিডিও ফুটেজও উদ্ধার করেছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার বলছে, থানায় বসে ওসি ওই ছাত্রীর মাকে কয়েকটি ভিডিও দেখিয়ে সেটি তার মেয়ে কী না তা শনাক্ত করলেও, এখন আর ওই মোবাইলে কোনো ভিডিও থাকার কথা-ই স্বীকার করছে না পুলিশ।
মামলার আলামত নষ্টের অভিযোগ ওঠার পর বিচার নিয়ে সংশয়ে থাকা ছাত্রী, সম্প্রতি বিচার চেয়ে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীকে।
ধনুটের একটি বেসরকারী কলেজের প্রভাষক মুরাদুজ্জামান মুকুল ভাড়া থাকতেন নিপীড়নের স্বীকার ছাত্রীর বাড়ীতে। অভিযোগে বলা হয়, গত মার্চের প্রথম সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত কয়েক দফা তাকে ধর্ষণ করে মুকুল। মুকুলকে গ্রেফতারের পর তার মোবাইল থেকে পাওয়া যায় কয়েক শত ধর্ষণের ভিডিও ফুটেজ।
পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করা হয় মামলার আলামত নষ্টের ব্যাপারে। তারপর মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মোবাইল দু’টি পরীক্ষার জন্য সিআইডি’র ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।