কক্সবাজারে প্রায় ৪’শ কোটি টাকার মাদক ধ্বংস

crimetube.xyz

 

নিউজ ডেস্ক : কক্সবাজারে ধ্বংস করা হলো প্রায় চারশ’ কোটি টাকার মাদক। বিজিবির গত এক বছরের অভিযানে এগুলো ধরা পড়েছিলো। কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাদক চোরাচালান রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

 

সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। তিনি আরো বলেন, রাজনৈতিক দলের কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবে না।

 

বিজিবি’র দেয়া তথ্য মতে, গত এক বছরে যেসকল মাদক তারা জব্দ করেছে তা আনুষ্ঠিকভাবে ধ্বংসের আজ উদ্বোধন করা হলো। এসকল মাদকের বাজারমূল্য প্রায় চারশত কোটি টাকার বেশী। যার মধ্যে রয়েছে, ইয়াবা, ফেন্সিডিল, বিদেশী মদ, হিরোইন, আইসসহ নানা ধরনের মাদক দ্রব্য।