নিউজ ডেস্কঃ সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দম্পতির লাইসেন্সকৃত অস্ত্রগুলো জমা নিয়েছে পুলিশ। নিরাপত্তাজনিত কারণে ডা. মুরাদের দুটি এবং তার স্ত্রীর একটি লাইসেন্স করা অস্ত্র নিয়ে যায় ধানমন্ডি থানা পুলিশ।
স্ত্রীকে নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সম্প্রতি ধানমন্ডি থানায় জিডি করেন মুরাদের স্ত্রী ডা. জাহানারা এহসান। ৯৯৯ কল দিয়ে পুরিশের সাহায্যও চান মুরাদ হাসানের স্ত্রী।
পুলিশ কর্মকর্তা জানান, সেই জিডি’র প্রেক্ষিতে ঐ দম্পত্তির লাইসেন্স করা অস্ত্রগুলো থানায় দিয়ে যেতে বলে পুলিশ। থানার নির্দেশনা অনুযায়ী শনিবার রাতে দু’টি অস্ত্র জমা দিয়ে যান ডা. মুরাদ। পরে তার স্ত্রী এসে তার অস্ত্র দিয়ে যান। তিনটি অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি পিস্তল এবং একটি শর্টগান।