দেশে তিন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৩শ’ ৯০ কোটি টাকার দুর্নীতিঃ টিআইবি

crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ দেশে তিনটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি হয়েছে ৩শ’ ৯০ কোটি টাকা। গবেষণা প্রতিবেদনে এমন দাবি করে টিআইবি বলছে, বিশাল এ দূর্নীতি হয়েছে দুটি কয়লাভিত্তিক আর একটি এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে।

 

বিদ্যুৎ প্রকল্পে ভূমি ক্রয় ও অধিগ্রহণসহ নির্মাণের নানা পর্যায়ে দুর্নীতির খুঁজে পেয়েছে সংস্থাটি। সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, বরিশাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ আরও একটি ও কক্সবাজারের মাতারবাড়ী ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ওপর গবেষণা চালিয়ে তৈরি হয়েছে এ প্রতিবেদন।

 

প্রতিবেদনটি দীর্ঘ চৌদ্দ মাস গবেষনা করে তৈরী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় ”ভূমি অধিগ্রহন এবং ক্ষতিপূরন দেয়া থেকে শুরু স্থানীয় প্রতিনিধিসহ অনেকেই পেয়েছে এই অর্থ।” প্রতিবেদনটিতে সাত দফা সুপারিশও করেছে টিআইবি।