ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি নীলগাই ধরা পড়েছে। নীলগাইটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি’র বৈরচুনা ক্যাম্পের সদস্যরা। বর্তমানে নীলগাইটি ক্যাম্পে রাখা হয়েছে।

 

বিজিবি জানায়, শুক্রবার বিকেলে পুরুষ নীলগাইটি ভারত থেকে বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর শালবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। গাইটি দক্ষিণ মাধবপুর চৌরাস্তায় গেলে থেকে ধরে ফেলে স্থানীয় জনতা।

 

পরে খবর পেয়ে নীলগাইটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি’র বৈরচুনা ক্যাম্পের সদস্যরা। বর্তমানে নীলগাইটি ক্যাম্পে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।