নিউজ ডেস্কঃ নোয়াখালীতে তরুণীকে ধর্ষণ মামলায় এক পুলিশ কনস্টেবলসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে আসামীদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহষ্পতিবার টাকা ধার দেয়ার নাম করে ভুক্তভোগী ঐ তরুনীকে ট্রাফিক পুলিশের কনষ্টেবল মকবুল হোসেনের কাছে নিয়ে যায় সিএনজি অটোরিক্সা চালক কামরুল। এসময় মকবুল মেয়েটিকে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়।
পরে ভুক্তভোগী ঐ তরুনী ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানায়। মেয়েটির মা বাদী হয়ে মকবুল হোসেন সহ চার আসামীর নাম উল্লেখ করে মামলা করেন।