আল আকসা নিয়ে ঘৃণ্য খেলায় ইজরায়েল! মেনে নিবে না যুক্তরাষ্ট্র!

নিউজ ডেস্ক : আল-আকসা ঘিরে নোংরা রাজনীতি চলছে মধ্যপ্রাচ্যে। এ মন্তব্যে, ইহুদী মন্ত্রীর প্রবেশকে ঘিরে ফুঁসতে থাকা ফিলিস্তিনিদের ক্ষোভের কথাই যেন জানালেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। অন্যদিকে আল আকসাসহ পুরো জেরুজালেমকে নিজেদের দখলে নিতে চায় ইসরায়েল।

 

অভিযোগ, মসজিদকে সিনাগগে রূপান্তরের ঘৃণ্য খেলায় মেতেছে ইসরায়েলের নতুন সরকার। যে অপচেষ্টা রুখতে সশস্ত্র অভিযানের ইঙ্গিত দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং প্রতিবেশী লেবাননের হিজবুল্লাহ্।

 

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, স্থিতিশীলতা নষ্ট হয়; এমন কোন একতরফা পদক্ষেপে মেনে নেয়া হবে না। তারা এই ধর্মীয় পবিত্র স্থানকে কুলষিত হতে দিবে না মর্মে জানিয়ে দিয়েছেন।

 

উল্লেখ্য, মুসলিমদের প্রথম কিবলা ছিল আল আকসা মসজিদ। পরবর্তীতে মুসলিমদের কিবলা পরবর্তীতে কাবা নির্ধারিত হয়। তবে ঐতিহাসিকভাবে মুসলিম, খৃষ্টান এবং ইহুদীদের মাঝে ধর্মীয় এই পবিত্র স্থানকে ঘিরে রয়েছে বিবাদ।