হিজড়া দুই গ্রুপের সংঘর্ষে ঢাবিতে আহত-৫

 

জি.কে দিলু (ভ্রাম্যমান প্রতিনিধি) : টাকা তোলা নিয়ে হিজড়াদের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণের সামনে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে হিজড়াদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

 

এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের এক কর্মকর্তার ছেলেসহ ৩ থেকে ৪ জন হিজড়া আহত হয়েছেন। আহত হিজড়াদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাকিম চত্বর, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও রোকেয়া হলের সামনে হিজড়াদের মধ্যে কয়েক দফায় মারামারি হয়।

 

ঘুরে ঘুরে এই হিজড়ারা মানুষের কাছ থেকে টাকা তুলে জীবিকা নির্বাহ করেন। এই টাকা তোলা নিয়েই তাদের মধ্যে সংঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, রাজধানীর হাতিরপুল এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিজড়াদের দুটি পক্ষ টাকা তুলে থাকে।

 

বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতিরপুল এলাকার হিজড়ারা টাকা তুলতে আসেন। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। একপর্যায়ে হাতিরপুল এলাকার হিজড়াদের পক্ষ হয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব (৩১)৷ ঘটনাস্থলেই তিনিও আক্রান্ত হন।

 

সাদমান ছাড়াও হিজড়াদের দুই পক্ষের ৩ থেকে ৪ জন আহত হন। প্রক্টরিয়াল টিমের সদস্যরা শাহবাগ থানা পুলিশের সহায়তায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেনে, সংঘর্ষের ঘটনার বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।