নিউজ ডেস্ক : বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগমকে সিরিয়ায় পাচার করেছিলেন কানাডার এক গোয়েন্দা এজেন্ট। এ সংক্রান্ত একটি নথি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
২০১৫ সালে মাত্র পনের বছর বয়সে শামীমা যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় আইএস-এ যোগদান করেন। ২০১৯ সালে আইএস-এর পতনের শামীমা যুক্তরাজ্যে ফেরত যেতে চাইলে তাকে সে দেশের সরকার গ্রহন করতে অস্বীকৃতি জানান। তার সন্ধান মেলে সেসময় একটি শরনার্থী শিবিরে।
বাংলাদেশী বংশোদ্ভূত শামীমা বেগমকে সিরিয়ায় পাচারের ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শামীমাকে কানাডার এক গুপ্তচর সিরিয়ায় পাচার করেছিলেন, বিবিসির প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পর এই তদন্তের ঘোষণা দেন তিনি।