র‍্যাব পরিচয়ে দুই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

ঘটনাস্থলে আটককৃত র‌্যাব সোর্স

নিউজ ডেস্ক : শুক্রবার মধ্যরাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ির গতিরোধ করে র‍্যাব পরিচয়ে দুই ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। এসময় ভুক্তভোগীদের চিৎকারে জনতা ও একজন পুলিশ সদস্য এগিয়ে এলে তারা পালিয়ে যায়। হাতে-নাতে আটক করা হয় চক্রের এক সদস্যকে।

 

শনিবার র‍্যাবের সদস্য মোমেনসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি অস্ত্রও। একজন পথচারী ঘটনাস্থল থেকে ৯৯৯ এ কল করে ঘটনার তথ্য জানলে অপহরনকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের গাড়িচালককে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ। এঘটনায় রাজধানীর বনানী থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ পরিচয়ে দেড় হাজার ছিনতাই ও অর্ধশতাধিক ধর্ষণ!