নিউজ ডেস্কঃ র্যাব ইস্যুতে চিঠির উত্তরের অপেক্ষায় ঢাকা; কিছু দেশের অসন্তোষ দূর করতে চায় সরকার। যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের “অসন্তোষ” দূর করতে চায় সরকার। এ মনোভাবের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলছেন, নিজেদের কোনো দুর্বলতা থাকলে তা সংশোধনে চেষ্টা করবে ঢাকা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরো নিবিড় করতে চেষ্টা অব্যাহত আছে। তবে এসব অসন্তোষ তৈরির পেছনে “অপপ্রচার” দায়ী বলে মনে করেন পররাষ্ট্র মন্ত্রী। তবে চেষ্টা অব্যহত রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে যারা আমাদের দেশের শত্রু। তাই এসব ভুল তথ্যের শুধরানোর জন্য আমরা চিঠি দিয়েছি। আমরা অপেক্ষায় আছি চিঠির উত্তরের।