গাজীপুরে গাঁজা-ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

মাদক ব্যবসায়ী

গাজীপুর সদর উপজেলা জয়দেবপুর থানার বানিয়ারচালা এলাকা থেকে ৩৯ কেজি গাঁজা এবং ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেট, দুই বোতল বিদেশী মদসহ ৬ জন মাদক ব্যবসায়ী -কে এবং ২৫ জন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িরা হলো- মেহেদী হাসান মিরাজ (৩০), মোছাদ্দিক হোসেন অপু (৩২), হাসিনা বেগম (৪৫), টুনি বেগম (৫৫), লতিফা বেগম (২৪) এবং ফাহিমা আক্তার (১৮)।

 

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ বানিয়ারচালা এলাকার কসাই আমিরের বাড়িতে অভিযান পরিচালনা করে ৬ জন মাদক ব্যবসায়িকে এবং ২৫ জন মাদক সেবীকে গ্রেপ্তার করে।

 

এ সময় তার বাড়ি থেকে ৩৯ কেজি গাঁজা ও ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং দেড় বোতল বিদেশীমদ উদ্ধার এবং মাদক বিক্রির প্রায় ৮ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫ মাদক সেবীর প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড এবং ৬ মাদক ব্যবসায়ী ‘র বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

Related Post:
বাংলাদেশী মাদক ব্যবসায়ীর মধ্যপ্রাচ্যে ইয়াবা ব্যবসায় ব্যাপক সাফল্য