মাদকের স্বর্গরাজ্য মিয়ানমার! ভয়ঙ্কর ইয়াবা ছড়িয়ে পড়ছে এশিয়ায়

crimetube.xyz

 

নিউজ ডেস্কঃ মাদকের স্বর্গরাজ্য মিয়ানমার। ভয়ঙ্কর ইয়াবা ছড়িয়ে পড়ছে এশিয়ায়। রাজনৈতিক আর অর্থনৈতিক সংকট মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে মিয়ানমারকে। যেখানে প্রতিদিন উৎপাদিত হচ্ছে কয়েক টন মেথামফেটামাইন পিল বা ইয়াবা

 

প্রতিবেশি থাইল্যান্ড হয়ে ভয়ংকর এ মাদক ছড়িয়ে পড়ছে এশিয়ায়। সাগর পথে চলে যাচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, জাপানের মতো উন্নত দেশেও। মাদকের স্বর্গ রাজ্য হিসাবে লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর কথা উঠে আসলেও এখন মাদকের স্বর্গরাজ্য হিসাবে বিবেচিত মিয়ানমার।

 

রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দূরাবস্থার কারনে মিয়ানমারের লোকজন ঝুকে পড়েছে মাদক ব্যবসার দিকে। অনেকে মাদকের কারখানা খুলে বসেছে। দক্ষিন এশিয়ার মধ্যে যেসব দেশে মাদক সরবরাহের ছড়াছড়ি তার বেশীর ভাগই আসে মিয়ানমার থেকে।

 

পপি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ মিয়ানমার। মিয়ানমারে সরিষার বীজ বা অন্যান্য কৃষি উপকরণের চেয়ে পপি বীজ এর মূল্য কম। যার কারনে এখানকার জনসাধারন পপি উৎপাদনে বেশী মনোযোগী। এক জরিপে দেখা যায় যে, মিয়ানমারের কৃষকদের মধ্যে প্রায় ৭২% লোক পপি চাষে সরাসরি জড়িত যা দিয়ে আফিম তৈরী করা হয়ে থাকে।

 

ইয়াবা তৈরীতে দেশটি বিশ্বের প্রথম সারিতে রয়েছে। আর তাদের তৈরীকৃত ইয়াবা বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড সহ দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশে সরবারহ হয়ে থাকে। মাদক বিক্রির অর্থ তারা বিশ্বের বিভিন্ন দেশের ক্যাসিনো ব্যবসার মাধ্যমে হাত বদল করে থাকে।

 

গত পাঁচ বছরে এঅঞ্চলে ইয়াবা জব্দের পরিমান বেড়েছে প্রায় তিন গুন। ২০১৯ সালে ইয়াবা জব্দ করা হয়েছে ৩১৫ টন যা ২০১৫ সালে ছিলো ১১০ টন।