নিউজ ডেস্ক : মা হারানো সন্তানের আর্তনাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে ফিরে পেতে করুণ আকুতি, সব-ই পরিকল্পিতভাবে করেছিলেন খুলনার রহিমা বেগমের মেয়ে মরিময় মান্নান। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নাটক সাজান বলে দাবী পিবিআইয়ের। অবশেষে বেরিয়ে এলো সেই মরিয়ম মান্নানের আসল ঘটনা !
আজ এক ব্রিফিংয়ে পিবিআই-এর পক্ষ হতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়। আদালতে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ঘটনার দিন বিকাশের মাধ্যমে মায়ের কাছে এক হাজার টাকা প্রেরণ করেন মরিয়ম মান্নান। তারপর ই মরিয়ম মান্নানের মা রহিমা বেগম আত্মগোপনে চলে যান। বেরিয়ে এলো সেই মরিয়ম মান্নানের আসল ঘটনা !
এই আত্মগোপনের ঘটনাকে অপহরন হিসেবে মামলা করেন রহিমা বেগমের ছোট মেয়ে আদুরী আক্তার। মামলার মূল পরিকল্পনাকারী মরিয়ম মান্নান কে সনাক্ত করেছে পিবিআই। তার পরিকল্পনা মোতাবেক তার মা আত্মগোপনে যায়। এমর্মে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই।
প্রতিপক্ষকে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই মিথ্যা মামলা করা হয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আদালতে দেয়া প্রতিবেদনে মিথ্যা মামলা করার কারনে মরিয়ম মান্নানসহ পরিবারের অপরাপর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহনের জন্য নীতিগত সিদ্ধান্ত চাওয়া হয়েছে।
উল্লেখ্য, মিথ্যা অপহরন মামলা করার কারনে বেশ কিছুদিন কারাবাসে ছিলেন জমির পাঁচ মালিক। তারাও আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।
আত্মগোপনের ঘটনাকে অপহরন হিসেবে মামলা করেন রহিমা বেগমের ছোট মেয়ে আদুরী আক্তার। মামলার মূল পরিকল্পনাকারী মরিয়ম মান্নান কে সনাক্ত করেছে পিবিআই। তার পরিকল্পনা মোতাবেক তার মা আত্মগোপনে যায়। এমর্মে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই।
প্রতিপক্ষকে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই মিথ্যা মামলা করা হয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আদালতে দেয়া প্রতিবেদনে মিথ্যা মামলা করার কারনে মরিয়ম মান্নানসহ পরিবারের অপরাপর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থ গ্রহনের জন্য নীতিগত সিদ্ধান্ত চাওয়া হয়েছে।
Related Post:
সিজারের পর নবজাতক উধাও!
ডিমে রং মিশিয়ে দেশি বানানোর চেষ্টা; আটক ব্যবসায়ী