ব্যাংকারদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ থাকলেই ব্যাবস্থা

 

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি ব্যাংকের এন্ট্রি লেভেলের কর্মকর্তা ও কর্মচারীর বেতন ভাতা বৃদ্ধি প্রসংগে যে প্রঙ্গাপন জারি হয়, তার একটি ধারা নিয়ে সৃষ্ট ভুল বুঝাবুঝি সমাধানে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০ শে জানুয়ারি, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ সংক্রান্ত সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
আগের সার্কুলারে বলা হয়েছিলো শুধুমাত্র নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যার্থ এবং অদক্ষতার অজুহাতে ব্যাংকারদের প্রাপ্য পদোন্নতি হতে বঞ্চিত এবং চাকরিচ্যুত করা যাবে না।

 

কিন্তু সুনির্দিষ্ট ও প্রমাণিত কোন অভিযোগ থাকলে ব্যাংকগুলো তাদের নিজস্ব বিধিবিধান অনুসারে অভিযুক্ত ব্যাংকারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারবে, এ বিষয়টি স্পস্ট করা হয়েছে নতুন জারিকৃত সার্কুলারে।