নিজস্ব প্রতিবেদক : বিদেশী মদ, এলএসডি, এমডিএমএ এমনকি সিনথেটিক গাঁজা, সবই মিলতো রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে। যেখানে স্বপরিবারে থাকতেন জিএমজি গ্রুপের পরিচালক সেলিম সাত্তার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, প্রতিদিনই এই ফ্ল্যাটেই বসতো মাদকের আসর; হতো বিকিকিনি। প্রায় দুই ঘণ্টার অভিযানে কোকেন, ক্যানাবিস চকলেট, কুশসহ নানান মাদক দ্রব্য জব্দের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সেলিমকে।
সেলিম সাত্তারের বাসায় আজ বিকেলে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পাঁচ হাজার বর্গফুটের এই বাসায় প্রতিদিনই বসতো মাদকের আসর। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ অভিযান চালানো হয়। পরিবারের অন্য সদস্যদের সাথে তিনি বাসায়ই ছিলেন।