বন্ধুর কাছে আশ্রয় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার !

ধর্ষণ

 

নিউজ ডেস্ক : নাটোরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, দোকান কর্মচারী আবির হোসেন বিয়ের উদ্দেশ্যে দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে মঙ্গলবার রাতে বন্ধু মুইনের বাসায় যায়।

 

মুইন কৌশলে তাদের নিয়ে যায় বান্ধবী মিথিলার বাসায়। সেখানে মিথিলা কয়েকজন বন্ধুকে ডেকে আবিরকে আটকে রাখে এবং ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করায়। ধর্ষণের ভিডিও ধারণ করে তার বিনিময়ে এক লাখ টাকা দাবি করা হয় আবির এবং ওই ছাত্রীর কাছে।

 

ছাড়া পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হলে আটক করা হয় মিথিলা, তার স্বামী মৃদুল, সোহান, রনি ও রকিকে। অন্যদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।