নিউজ ডেস্ক : একজন সিরিয়াল রেপিস্টের খোঁজ পেয়েছে ডিবি পুলিশ। শুধু ধর্ষণ বা শ্লীলতাহানি নয়, ভুক্তভোগীদের অপহরণ করে টাকা-স্বর্ণালংকার লুটে নিতো সে। পুলিশ পরিচয় দিয়েই এরকম দেড় হাজার ছিনতাই করেছে। ধর্ষণ করেছে অর্ধশতাধিক।
ভয়ঙ্কর এই অপরাধীর নাম শাকিল আহমেদ রুবেল। রাজধানীর কল্যাণপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপহরণ ও ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে রুবেলের খোঁজ পায় পুলিশ। গ্রেফতার করে তার চার সহযোগীদেরও। আজ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এবিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট দিনে দুপুরে কল্যাণপুর এলাকা থেকে পুলিশ পরিচয়ে অপহরণ করে, উত্তরার দিয়াবাড়ির নির্জন এলাকায় ফেলে যায় এই দুর্বৃত্ত রুবেল। দিয়াবাড়ী কাশবনের পাশে মেয়েটির চিৎকার শব্দ শুনে তাকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী উদ্ধারে এগিয়ে আসেন। এসময় মোটরসাইকেলে চড়ে দ্রুত অপহরনকারী পালিয়ে যান।