নিউজ ডেস্ক : পাবনার সুজানগর উপজেলার কাশিনাথপুর মোড়ে একটি মদের দোকান ভেঙে দিয়েছেন স্থানীয়রা। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পাবনার কাশিনাথপুর মোড় এলাকায় স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাসহ সাধারন মানুষের উপস্থিতিতে আসরের নামাজ পড়ে সবাই একত্রিত হয়ে মদের দোকানটি ভেঙে গুঁড়িয়ে দেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের ভাতিজা রবি মিয়ার কাশিনাথপুরে মার্কেটে একটি রুম ভাড়া নিয়ে রামকৃষ্ণ নামের এক ব্যক্তি মদ বিক্রি করে আসছিলেন। স্থানীয়রা বরাবরই আপত্তি জানালেও তারা তা শোনেনি।
গত রবিবার স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উক্ত মদের দোকান কোনো প্রকার বাধা ছাড়াই ভেঙ্গে গুড়িয়ে দেন। বিষয়টি স্থানীয় জনমনে স্বস্তি এনে দিয়েছে বলে এলাকাবাসীর অভিমত।