নিউজ ডেস্কঃ জেলার দামুড়হুদায় রোববার রাতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আরোহীর নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। মৃত ব্যক্তি দামুড়হুদা ধন্যঘারা গ্রামের দক্ষিণপাড়ার মৃত নেছার উদ্দিনের ছেলে ও রড-সিমেন্ট ব্যবসায়ী কামাল উদ্দিন (৫১) এবং আহত ব্যক্তি আরামডাঙ্গা গ্রামের মালিথাপাড়ার ওমর ফারুক মালিথার ছেলেসাকিল (২২)।
জানা যায়, রোববার রাত ৮টার দিকে কামাল উদ্দিন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কার্পাসডাঙ্গা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। এ সময় দামুড়হুদার কার্পাদডাঙ্গা নতুন পাড়ায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেল আরোহী আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়।
এসময় কর্তব্যরত চিকিৎসক কামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সাকিল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।