কারাগারে বাবা-ভাইকে দেখতে যাওয়ার পথে গণধর্ষণের শিকার কিশোরী!

ধর্ষণ

 

নিউজ ডেস্ক : কারাগারে থাকা বাবা-ভাইকে দেখতে যাওয়ার পথে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে। ভুক্তভোগী কিশোরী জানান, শুক্রবার গ্রামের বাড়ি থেকে ঠাকুরগাঁও কারগারে যাওয়ার জন্য বালিয়াডাঙ্গি সিএনজি স্ট্যান্ডে যান তিনি। একই সিএনজিতে ওঠে একই গ্রামের বাবলু’সহ ৫ জন। ঠাকুরগাঁও রোড এলাকায় পৌঁছার পর অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাকে।

 

তারপর গুদাম ঘরে রাতভর আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওই কিশোরীর। পরে মৃত ভেবে গোবিন্দনগর ইক্ষু ফার্মের রাস্তার পাশে ফেলে যায় তারা। সকালে পথচারীরা দেখতে পেয়ে প্রথমে ৯৯৯ কল দেয় এবং পরে থানায় খবর দেয়। থানা পুলিশ ঔ কিশোরীকে উদ্ধার করে।

 

পুলিশ বলছে, ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ভর্তি করা হয়েছে হাসপাতালে। অভিযুক্তদের সাথে ভিকটিমের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।