নিউজ ডেস্কঃ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ ১ জন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উখিয়ার বালুখালী ময়নাঘোনা ক্যাম্পে অভিযান চালিয়ে মোস্তার নামের ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
এসময় একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এলাকায় পুলিশী নজরদারী জোরদার করা হয়েছে।