অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই শমী কায়সার নানাভাবে বিতর্কিত হয়েছেন। তার বিরুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগও রয়েছে। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগে শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি।

 

শমী ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্নব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। তবে দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি। ২০২০ সালের ৯ অক্টোবর তিনি বিয়ে করেন ব্যবসায়ী রেজা আমিন সুমনকে। সুমন র‌্যাংগস গ্রুপের প্রাক্তন কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে গ্রুপ ফোর দুবাই এর দায়িত্বে রয়েছেন।

 

২০২৪ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার উপর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন শমী কায়সার। আন্দোলন চলাকালীন সময়ে শমী কায়সার সহ স্বৈরাচার আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।